,

নবীগঞ্জে পৃথক স্থানে ৩ জনের আত্মহত্যার চেষ্টা

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বিভিন্ন ঘটনার অভিমানের জের ধরে ৩ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ওই উপজেলার পৃথক স্থানে। ওই দিন দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের নুরুল আমীনের স্ত্রী রিফা আক্তার (৩২) পরিবারের সাথে অভিমান করে ঘরে থাকা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। বিকেলে ওই উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী দুই মাসের অন্তসত্তা গৃহবধু পরিবারের লোকের সাথে অভিমান করে ঘরে থাকা মশার কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় নবীগঞ্জ উপজেলার পাশ্ববর্তী উপজেলা বানিয়াচঙ্গের মকা গ্রামের রাজমোহন দাশের পুত্র রাজীব দাশ (২৫) পরিবারের লোকের সাথে অভিমান করে গোয়াল ঘরের তীরের সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর