,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল বক্স বিতরণ

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মিড ডে মিল বক্স বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুর ১২ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর উপস্থিতিতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমী, জামেয়া ইসলামিয়া মাদানিয়া গন্ধা মিল্লিক মাদ্রাসা, গনজা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। মিড ডে মিল বক্স বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, গনজা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, মাওঃ আব্দুর রকিব হক্কানী, তরুণ সমাজ সেবক ওয়াহিদুজ্জামান জুয়েল, নবীগঞ্জ পৌরসভার প্রধান সহকারী সরাজ মিয়া, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ‘মিড ডে মিল বক্স’ বিতরণের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘টিফিনের সময় ছাত্রছাত্রীদের যেনো বাহিরের খাবার না খেতে হয় এবং নিজ নিজ বাসা থেকে খাদ্য সামগ্রী নিয়ে আসতে পারে সেইজন্যই পৌরসভার পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন।’ তিনি শিক্ষার্থীদের লেখাপড়া করে সৎ মানুষ হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য আগামী কয়েকদিনের মধ্যেই নবীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ কার্যক্রম করা হবে।


     এই বিভাগের আরো খবর