,

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর ভিত্তিফলক- ড. নিতাই

স্টাফ রিপোর্টার ॥ সূত্রধর সমাজের সার্বিক উন্নয়নকল্পে গঠিত “বিশ্বকর্মা কল্যাণ পরিষদ” নবীগঞ্জ উপজেলা কর্তৃক ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও ৩ জন দরিদ্র মেধাবী ছাত্রীকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ডা. নিতাই সূত্রধর বলেন লেখাপড়ার কোন বিকল্প নেই। শিক্ষার প্রসারই পারে অবহেলিত সমাজকে আলোর পথ দেখাতে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। মেধাবীরাই আগামীর শক্তি। আলোকিত সমাজের ভিত্তি ফলক। সম্প্রতি বিশ্বকর্মা কল্যাণ পরিষদ নবীগঞ্জ এর আয়োজনে করগাঁও ইউপির বড় শাখোয়া গ্রামে ডাঃ কিরণ সূত্রধরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা সভায় সংগঠনের সভাপতি ডাঃ অখিল সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নিখিল সূত্রধরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি রসময় সূত্রধর। সাধারণ সম্পাদক এড. সুধাংশু সূত্রধর। বাংলাদেশ ব্যাংকের অবঃ ডেপুটি ম্যানেজার গোপেশ চন্দ্র সূত্রধর, হবিগঞ্জ জেলা সভাপতি সুখলাল সূত্রধর, সাধারণ সম্পাদক নিতেন্দ্র সূত্রধর, মৌলভীবাজারের সভাপতি সুধাংশু সূত্রধর, সিলেট জেলা সভাপতি নির্ধীরঞ্জন সূত্রধর, সাধারণ সম্পাদক ফুলেন সূত্রধর, সাধারণ সম্পাদক দর্পানারায়ন সূত্রধর, সুনামগঞ্জের সভাপতি রাধাকান্ত সূত্রধর, সাধারণ সম্পাদক বীরেন সূত্রধর, বিভাগীয় সদস্য নিখিল সূত্রধর, উপজেলার উপদেষ্টা চিনু সূত্রধর, সিলেট জেলা সহ-সভাপতি সুখময় সূত্রধর, উপদেষ্টা কৃষ্ণপদ সূত্রধর, বানিয়াচং উপজেলা সভাপতি সুকুমার সূত্রধর, বড় শাখায়ো গ্রামের শিক্ষক কমলাকান্ত আচার্য্য, উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, ইউসিবি ব্যাংক ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্রাচার্য্য, প্রধান শিক্ষক তপন পাল, পিন্টু দাশ, অমলেন্দু সূত্রধর, উপজেলা সহ-সভাপতি পীযুশ সূত্রধর, ডাঃ অহিন্দ্র সূত্রধর, শিক্ষার্থী সৃজনী সূত্রধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপক ডাঃ কিরন সূত্রধর। অনুষ্ঠানে ড. নিতাই সূত্রধরকে সম্মাননা প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর