,

হবিগঞ্জ শহরে আবারও মোটরসাইকেল চুরির হিড়িক

৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে আবারও মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রতিদিন কোন না কোন স্থান থেকে মোটর সাইকেল চুরি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ শহরের সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। তবে চোররা পালিয়ে গেছে। মোটর সাইকেলের মালিকরা জানান, দীর্ঘদিন ধরে শহরের সদর হাসপাতাল, কোর্ট মসজিদ, আদালত পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে মোটরসাইকেল চুরি হচ্ছে। তবে বাকী মোটর সাইকেলগুলো উদ্ধার করতে পারেনি। লোকালয় বার্তার সম্পাদক এমদদাদুল ইসলাম সোহেল জানান, ৬ মাস আগে ২নং পুল থেকে তার ব্যবহৃত এফজেড ফেজার মোটর সাইকেল, শহরের বানিয়াচং ফার্মেসীর শোয়েব ঠাকুর জানান, তারও ২টি পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। কিন্তু পুলিশ আজ পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি। তবে বেশ কয়েকজন চোরকে আটক করে কারাগরে প্রেরণ করলেও কোন লাভ হয়নি। বড় বড় চোররা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। গত এক সপ্তাহ শহরের বিভিন্ন এলাকা থেকে ১০টি মোটর সাইকেল চুরি হয়েছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। মোটর সাইকেল সহ চোর হাতেনাতে ধরলেও কেউ বাদী না হওয়ার কারণে চোরেরা আইনে ফাক ফোকড় দিয়ে বেড়িয়ে আসে। তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হয় না।


     এই বিভাগের আরো খবর