,

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন, বদরু সভাপতি ॥ শরীফ সম্পাদক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে এড. মোঃ বদরু মিয়া ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আবুল মনসুর চৌধুরী ২১৫ ভোট, মোঃ হাবিবুর রহমান (১) ৩৯ ভোট ও এসএম জয়নাল আবেদিন ২১ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে পারভিন আক্তার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ইলিয়াছ মিয়া ১৬৩, মুরলিধর দাস ১৪৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ রুহুল হাসান শরীফ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শামছুল হক ২৪৭ ভোট পেয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজদারী শাখার মোহাম্মদ আশরাফুল আলম ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জিলু মিয়া ১৪৮ ভোট, মোঃ ফারুকুর রহমান (২) ৪৪ ভোট পেয়েছেন। এছাড়া দেওয়ানী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতিষ চন্দ্র গোপ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। লাইব্রেরী সম্পাদক পদে দেওয়ান জাকির হোসেন জাকারিয়া ৩৭৮ ভোট, নিকটতম প্রতিন্দ্বন্দি শাহ হারুনুর রশিদ ১৩৩ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আলী মোহাম্মদ সারওয়ার ৩৭০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফকর উদ্দিন ১৩৩ ভোট। সিনিয়র সদস্য মোঃ আইয়ুব আল আনসারী ৩৭৮ ভোট, মোঃ লতিফুর রহমান অনু ৩৭৪ ভোট, মোঃ কুতুব উদ্দিন শাহ ৩৪৩ ভোট ও মোঃ জসিম উদ্দিন (২) ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া জুনিয়র সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান পরাগ ২২৬ ভোট, খোকন চন্দ্র গোপ ২২৬ ও মোঃ হারুন ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ওই দিন গভীর রাতে ভোট গননা শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব আব্দুল মতিন খান ও আফরোজ বখ্ত প্রমূখ। পরে ভোট গননা শেষে নির্বাচিত ও পরাজিতরা কোশল বিনিময় করেন এবং একজন আরেকজনকে সহযোগিতা করার আশ্বাস দেন।


     এই বিভাগের আরো খবর