,

হবিগঞ্জে সুদের টাকার জন্য এক ব্যক্তির আঙ্গুল কর্তন ॥ আটক ১

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ কিবরিয়া ব্রীজ এলাকায় সুদের টাকা নিয়ে হাফিজ মিয়া (২৫) এর আঙ্গুল কেটে নিয়েছে এক পাওনাদার। এ ঘটনায় শোয়েব মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এদিকে আটক শোয়েব পুলিশের পাহারায় ও আহত আঙ্গুল কাটা হাফিজ মিয়া সদর হাসপাতালে ভর্তি আছে। পুলিশ সূত্রে জানা যায়, নোয়াবাদ এলাকার হাসন আলীর পুত্র হাফিজ মিয়া ওরফে কালা মিয়া সম্প্রতি উমেদনর গ্রামের আজগর আলীর পুত্র শোয়েব মিয়া (৩০) এর কাছ থেকে সম্প্রতি সুদের উপর টাকা নেয়। সময় মতো টাকা দিতে না পারায় তাদের মধ্যে গত রবিবার রাত ১০টায় নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন আহত হয়ে হাসপতাালে ভর্তি হয়। কিন্তু এ ক্ষোভ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। গতকাল এরই ধারাবাহিকতায় শোয়েব ও হাফিজ মিয়ার মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শোয়েব ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হাফিজের বাম হাতের একটি আঙ্গুল কেটে আলাদা করে ফেলে। হাফিজের লোকজন শোয়েবকে আটক করে উত্তম মধ্য দিয়ে সদর থানায় খবর দিলে এসআই অমিতাভ ঘটনাস্থলে পৌছে শোয়েবকে আটক করে গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, টাকা পাওনা নিয়ে তাদের মাঝে মারামারি হয়েছে। যেহেতু হাফিজের আঙ্গুল কর্তন হয়েছে তার অভিযোগের প্রেক্ষিতে শোয়েবকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপর একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিবরিয়া ব্রীজ এলাকায় মাদক জুয়াসহ অসামাজিক কার্যকলাপ চলছে। আর এই কারণেই ওই স্থানে প্রায়ই মাামারি হয়।


     এই বিভাগের আরো খবর