,

হবিগঞ্জে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। গত রোববার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম. প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও খেলাঘর আসরের অন্যতম সংগঠন বাদল রায়সহ সমাজের সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। এছাড়া হবিগঞ্জের সর্বচ্চো বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ, মহিলা কলেজ, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। পরিবেশন করা হয় নৃত্য ও বাঙালির ঐতিহ্যবাহী গান। শিশুদের গালে আল্পনা আঁকা হয়। এদিকে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও আনন্দ নিকেতনের যৌথ উদ্যোগে ব্যাপক আনন্দ উল্লাস আর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

habiganj-5cb30998ebd75

গত রোববার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে আনন্দ নিকেতনের আয়োজনে উপজেলা মাঠে নববর্ষের সূর্যকে বরণ করা হয়। সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে জাকজাকজমকভাবে পালিত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য ছিল গান নৃত্য, আবৃতি, তবলা, বাঁশিসহ বাঙালিয়ানা বিভিন্ন অনুষ্ঠান। দুপুরে বর্ষবরণ উদযাপন এর আহবায়ক দীপংকর ভট্টাচার্য দেবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা এড. সুলতান মাহমুদ, উপজেল ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ ঘোপ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ রায় সহ সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালায় প্রচুর দর্শকশ্রোতার সমাগম ঘটে। এ ছাড়াও জেলার সকল উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর