,

নবীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গতকাল সোমবার সকালে হঠাৎ আকাশ অন্ধাকার হয়ে শুরু হয় কাল বৈশাখী ঝড়। ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ৭/৮টি খুটিসহ শতশত গাছপালা উপচে পড়েছে। অনেকের খাঁচা ঘর-বাড়ীর ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার দেবপাড়া ইউনিয়ন, ইনাতগঞ্জ, বড় ভাকৈর, দীঘলবাকসহ বিভিন্ন ইউনিয়নের বাড়ীর টিনের চাল উড়ে যাওয়ায় গরীব ও দিনমজুর মানুষ মানবেতর অবস্থায় রয়েছেন। এদিকে কাল বৈশাখী ঝড় শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়ার পর বিকেলে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। দিনভর বিদ্যুৎ না থাকায় বিভিন্ন অফিস আদালতে কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি হয়। পাশাপাশি বাসা বাড়ীতে মানুষকে পোহাতে হয়েছে নানা দুর্ভোগ। নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী জানান, কাল বৈশাখী ঝড়ে ইনাতগঞ্জ, দেবপাড়াসহ ৪/৫টি ইউনিয়নে ৭/৮টি বৈদ্যুতিক খুটি উপচে পড়েছে। খুব দ্রুতই আমরা কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সংযোগ দিয়েছি।


     এই বিভাগের আরো খবর