,

নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে স্টার ফিউচার ক্যাডেট স্কুলে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার স্টার ফিউচার কে.জি এন্ড হাই ক্যাডেট স্কুলে ছাত্র/ছাত্রীদের উদ্যোগে এবং স্টার ফিউচার কে.জি এন্ড হাই ক্যাডেট স্কুলের ছাত্র/ছাত্রীদের দ্বারা গঠিত প্রেরণা মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রতি বছরের মত বিদ্যালয়ে অসহায়, গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। গত ১৩ এপ্রিল বিনামূল্যে চিকিৎসার শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, গণ মানুষের নেতা প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য তনয়, নবীগঞ্জ-বাহুবলের আসনের সংসদ সদস্য দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী। ২নং ইউপি আওয়ামিলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন (ছোবা) মিয়ার সভাপতিত্বে, স্টার ফিউচার কে.জি এন্ড হাই ক্যাডেট স্কুলের ছাত্র রবিউল হোসেন রবির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ৩নং ইউপি আওয়ামিলীগের সভাপতি মোঃ আঃ খালিক, ৩নং ইউপি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, ২নং ইউপি আওয়ামিলীগ নেতা আঃ নুর, ২নং ইউপি ছাত্রলীগের সভাপতি সাঈদ আজমল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩নং ইউপি ১নং ওর্য়াড আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ রশিদ চৌধুরী ও স্টার ফিউচার কে.জি এন্ড হাই ক্যাডেট স্কুলের ছাত্র, মামুন খাঁন, মাসুদ শিকদার, জোবায়ের হুসেন, মোবাশ্বির। বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানটি পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিপোটি ডাইরেক্টার সোয়েব আহমদ ও ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনর্চাজ সামসুদ্দিন খান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নাতির মিয়া, সুরেন দাশ, মোঃ আনহার মিয়া ও আওয়ামিলীগ নেতা শেখ নাছির মিয়া, ছাত্রলীগ নেতা ছাদিক মিয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান স্টার ফিউচার কে.জি এন্ড হাই ক্যাডেট স্কুলের ছাত্র/ছাত্রীসহ উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদ আহমদ শিকদার এবং উক্ত বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ রতনা বেগম, সহকারী শিক্ষক রুমান মিয়া, সহকারী শিক্ষিকা রুবি আক্তার, শামিমা আক্তার, সুলতানা বেগম, সুমি বেগম, তখমিনা বেগম, শিফা বেগম, নাদিয়া আক্তার, নোফা বেগম প্রমূখ। উল্লেখ্য প্রতি বছর ছাত্র/ছাত্রীদের আর্থিক সহযোগীতায় এলাকার অসহায় বিভিন্ন শ্রেণির পেশার মানুষদের জন্য দিনব্যাপী এই সেবার আয়োজন করা হয়। ওই বছরে প্রায় ১৫০ জন রোগীকে বিনা মূল্যে সেবা প্রধান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর