,

বানিয়াচংয়ে মসজিদসহ তিনটি দোকান ভস্মীভূত ॥ ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

আনোয়ার হোসেন ॥ বানিয়াচং বড়বাজারে আগুন লেগে মসজিদ ও অত্যাধুনিক কলি পোল্ট্রি ফিড এন্ড কিড্সসহ ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে সাবরেজিস্ট্রার মসজিদ থেকে বৈদ্যতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ৮ ঘটিকার সময়। স্থানীয়রা জানান, বানিয়াচং বড়বাজার সাবরেজিস্ট্রার অফিসের সামনের চায়ের ব্যবসায়ী সাবাজুর মিয়া প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ে দোকান খুলেন। তিনি সকাল ৮ ঘটিকায় দেখতে পান সাবরেজিস্ট্রার অফিস এর মসজিদ থেকে কালো ধুয়া বেরুচ্ছে। তখন তিনি সেখানে গিয়ে দেখতে পান মজিদের ভিতরে আগুনের কুন্ডুলি। ইতিমেেধ্যই আগুন মসজিদ মার্কেটের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের ব্যবসায়ীরা সম্মেলিতভাবে আগুন নিভৃতের কাজে লেগে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী জনঅভিযানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। পরে ঘনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। সিনিয়র ফায়ারম্যান পল্টু চন্দ্র জানান, সাবরেজিস্ট্রার অফিসের মসজিদ এর মিটার থেকে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে পুড়ে মসজিদসহ তিনটি দোকানের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে মসজিদের সিলিং, মাদুর ও সবকটি ফ্যান পুড়ে ২ লক্ষাধিক, মোরশেদ মিয়ার মালিকানাধীন অত্যাধুনিক কলি পোল্ট্র্রি এন্ড কিড্স এর সিসি ক্যামেরা, ফ্রিজ, কম্পিউটার, বিপুল পরিমান ঔষধ, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে মোর্শেদ মিয়ার দাবী তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মোঃ পলাশ মিয়ার মিল্লাত ভেরাইজি ষ্টোর এর ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে ২ লক্ষাধিক টাকা এবং মোঃ কুহিনুর মিয়ার ইসরাত কনফেকশনারীর কম্পিউটারসহ অন্যান্য মালামাল পুড়ে ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।


     এই বিভাগের আরো খবর