,

সাতছড়ির গহীন জঙ্গল থেকে আগুনে দগ্ধ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সংবাদদাতা ॥ চুনারুঘাট সাতছড়ি গহীন জঙ্গল  থেকে আগুনে দগ্ধ বিকৃত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে  পুলিশ। তার বয়স অনুমান (৩৫) হবে। গত রবিবার সন্ধ্যায় সাতছড়ি ব্রিজ এলাকার গহীন জঙ্গলের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। রবিবার বিকেলে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেনসহ টহলরত বনকর্মীরা অজ্ঞাত ব্যক্তির আগুনে দগ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল মোঃ নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এসআই সজিব দেবরায় এর নেতৃত্বে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। জানা জায়, সাতছড়ি বনবিট রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে একদল টহলরত বনবিট সেখানে টহল দিছিলেন। হঠাৎ টহলরত বনবিটের সদস্যরা একটি বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ আগুনে পোঁড়া, দুই হাত দুই দিকে ছড়ানো ও আগুনে পোঁড়া, বুকের নিচ থেকে কোমড় পর্যন্ত কোন চিহ্ন নেই, পা পোড়া ঝলসানো, সাড়া দেহে পোঁড়া, হাত ও মুখ চটের বস্তা দিয়ে বাধা, মুখ মন্ডল গামছা দিয়ে প্যাচানো ও আগুনে পোঁড়া। লাশের শরীর বেশ অর্ধেক শরীর আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করা জায়নি। রাতেই খবর পেয়ে পিবিআইর ইন্সপেক্টর মোঃ শরীফ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ হত্যার আলামত সংগ্রহ করে টেস্ট করেন। এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান সত্যতা স্বিকার করে জানান, কে বা কারা অজ্ঞাত এই যুবকে পুড়িয়ে হত্যা করে বস্তাবন্দি করে সাতছড়ি জাতীয় উদ্যানে পেলে রেখে যায়। সেখানে টহলরত বনবিটের সদস্যরা দেখতে পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেন। খবর পেয়ে আমরা সেখানে যাই। অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মর্গের  রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে। এবং পরিচয়  নিশ্চিত হব।


     এই বিভাগের আরো খবর