,

জগন্নাথপুরে প্রতারক চক্রের তিনজন গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে সৈয়দপুর গ্রামে জিনের বাদশা পক্ষ থেকে পনের শত কোটি টাকা দেওয়ার কথা বলে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়া ঘটনা ঘটেছে। জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাটলি ইউনিয়নের মকরমপুর গ্রামের মৃত মাষ্টার আব্দুল খালিকের ছেলে মাওলানা ইমরানকে জিনের বাদশা পক্ষ থেকে পনের শত কোটি টাকা দেওয়ার কথা বলে টাকার পরিবর্তে সাতটি ড্রাম ও দুইটি বড় ষ্ট্রীলের বক্স ভর্তি কাগজ সহ পুরাতন কাপড় চোপড় দিয়ে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়। এই ঘটনায় জগন্নাথপুর থানায় নিয়মিত করা হয়। মামলা হওয়ার পর থানার ইন্সপেক্টার (তদন্ত) নব গোপাল দাশ ও মামলার তদন্তকারী অফিসার সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য পদক প্রাপ্ত জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম নেতৃত্বে একদল পুলিশ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা এলাকা থেকে গতকাল শুক্রবার জীনের বাদশা হাফিজ কামরুল ইসলাম সহ প্রতারক আব্দুল কাদির ও রানু বেগমকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের গতকাল শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর