,

বিভিন্ন রেস্টুরেন্ট ও ইফতারী পণ্যের গুদামকে ২৬ হাজার টাকা জরিমানা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে আসন্ন রমাজান মাসকে সামনে রেখে হবিগঞ্জ শহরের বিভিন্ন খাবার হোটেল ও ইফতারী পণ্যের গুদামে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে হবিগঞ্জ শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ও ইফতারী পণ্যের গুদামে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষন ও পরিবেশন এবং মূল্য তালিকা যথাযথভাবে না রাখায় শহরের পুরাতন পৌরসভা রোডের আইয়ূব আলী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য শহরের ২ নাম্বার পুল এলাকার হোসাইন রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং একই অপরাধে চৌধুরী বাজার এলাকার জগন্নাথ ভোজনালয়কে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ইফতারে বহুল ব্যবহৃত ছানাছুর-মুড়ির পেকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও বিষাক্ত রং মিশ্রিত পানীয় বিক্রি করার অপরাধে চৌধুরী বাজারের জয় বাবা লোকনাথ স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে প্রতি কেজি প্রোল্ট্রি মোরগের মূল্য ১৩০ টাকার জায়গায় ১৫০ টাকা রাখার অপরাধে শায়েস্তানগর এলাকার শেখ পোল্ট্রি ফার্মকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া এসব ভেজাল পণ্য বিনষ্ট করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন সদর থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। আসন্ন রমজান মাসে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


     এই বিভাগের আরো খবর