,

চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

সময় ডেস্ক :: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পৃথিবী দ্রæতগতিতে এগিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোকে যুগের প্রয়োজন ও নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরির সামর্থ্য অর্জন করতে হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অ্যাডভান্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবটিকস টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং জাপান-বাংলাদেশ টেকনোলজির যৌথ উদ্যোগে শুক্রবার এ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা সঠিকভাবে যোগাযোগ করতে পারে না। অনেক সময় তারা বাংলায়ও ভালোভাবে কথা বলতে পারে না। ফলে চাকরি পেতে সমস্যা হয়। তাই চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে মানুষের জায়গা দখল করবে রোবট। চাকরি হারাবে শ্রমিক। সে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য এমএম শহিদুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন একই ইউনিভার্সিটির চিফ অ্যাডভাইজার ড. মো. ফরাস উদ্দীন।


     এই বিভাগের আরো খবর