,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মহিলাসহ আটক দুই দালালের কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট, পুলিশ, তত্তাবধায়ক ও সাংবাদিকদের চিরুনী অভিযানে মহিলাসহ আটক দুই দালালের কারাদন্ড। দালালদের গডফাদার সেলিমকে খুজঁছে পুলিশ। এ ছাড়াও হাসপাতালের ভিতর থেকে প্রাইভেট এ্যাম্বুলেন্স বাহির করে দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর  ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন হাসপাতালের তত্ত¡াবধায়ক রথিন্দ্র চন্দ্র দেব। প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, ট্রাফিক পুলিশের ওসি অরুন কুমার, বাহুবল হাইয়নের ওসি মামুন মিয়া, সার্জেন্ট তোফাজ্জুল হোসেন, এইআই এসএম আতাউর রহমান, দৈনিক খোয়াই’এর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, সমাচার স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী ও তারেক হাবিব, প্রিয় ডট কমের জেলা প্রতিনিধি এম সজলু ও হাসপাতাল দালাল নির্মূল কমিটির নেতা মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ সদর থানার একদল পুলিশ। অভিযানে হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা ও দালালী করার অভিযোগে শহরের ইনাতাবাদ এলাকার সিরাজ মিয়া (৪০) ও বহুলা এলাকার সরুফা বেগম (৩৫) কে আটক করা হয়। এ সময় তাদের গডফাদার দালাল মুক্তিযোদ্ধা সেলিম দৌড়ে পালিয়ে যায়। পরে আটকদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিরাজকে একমাসের কারাদন্ড ও মহিলা দালাল সরুফাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল বিকেলেই তাদেরকে পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি জানান, বার-বার দালালদের নিধেষ করা সত্তেও তা অমান্য করে তারা হাসপাতালে রোগীদের সাথে প্রতারনা করে আসছে। এই কারনে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং তা জনস্বার্থে অব্যাহত থাকবে। এদিকে, যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সঞ্চলসহ দালাল মুক্ত করতে তত্তাবধায়কের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। দালাল নির্মূল কমিটির নেতারা জানান, গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল রোগীরা দালালদের খপ্পড়ে সর্বস্ব হারিয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযানের সময় হাসপাতাল এ্যাম্বুলেন্স বাহির করে সতর্ক করে দেয়া হয়। এবং ২য় বার যদি এ্যাম্বুলেন্স হাসপাতালের ভিতরে পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেয় হবে বলে হুশিয়ারী করেন ভ্রাম্যমান আদালত।


     এই বিভাগের আরো খবর