,

হবিগঞ্জ পৌরসভার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা :: হবিগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা পূরনে পৌরপরিষদকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি হবিগঞ্জ পৌরসভার রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত দোয়া ও ইফাতর মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এডভোকেট মোঃ আবু জাহির বলেন হবিগঞ্জ পৌরসভায় কিছুদিন আগে ১৬ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করেছি। ভবিষ্যতে পৌরসভায় আরো উন্নয়ন কাজ হাত নেয়া হবে। তিনি বলেন সকল সমন্বয়হীনতা কাটিয়ে উঠে পৌরসভার সেবা ও উন্নয়ন গতিশীল করার চেষ্টা করছে বর্তমান পৌর পরিষদ। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল হক। দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। আয়োজনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাভেল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা পাল। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় দায়িত্ব পালনরত হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ, সাবেক জনপ্রতিনিধিবৃন্দ, নগর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর