,

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুলকলি, আরজুসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে মেয়াদোত্তীর্ণ ও নোংড়া পরিবেশে পণ্য সামগ্রী রাখার দায়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ বিন হাসান এ অভিযান চালান। অভিযানে চলাকালে নবীগঞ্জ শহরের মুন স্টার হোটেলে নোংড়া পরিবেশে পণ্য সামগ্রী রাখায় ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় আরজু ডিপার্টেমেন্টাল ষ্টোর ১০ হাজার, ফিজ্জা কনফেকশানারীতে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ হাজার, বিদেশী পণ্যের গায়ে বিএসটিআই-এর সিল না থাকায় রসমেলাকে ২ হাজার, ও শেলী কনফেকশনারীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসার ছাদেক হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকি, নবীগঞ্জ থানার এসআই ফিরোজ, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না। অপরদিকে, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতাউল গণি ওসমানীর নেতৃত্বে অভিযান চালিয়ে সুগন্ধাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ ছাড়াও মাছের পোনা আটক করে অবমুক্ত করা হয়।


     এই বিভাগের আরো খবর