,

নবীগঞ্জে ইমা-লেগুনা সিএনজি মালিক ও শ্রমিকদের ধর্মঘট, এমপি মিলাদ গাজীর আশ্বাসে প্রত্যাহার

সংবাদদাতা :: নবীগঞ্জ-শেরপুর স্ট্যান্ডে ধর্মঘট পালন করেছেন ইমা-লেগুনা সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। গতকাল রবিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ধর্মঘট চলে। এ সময় তারা তাদের উপর পুলিশী হয়রানী বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মালিক ও শ্রমিকদের অভিযোগ, বিগত ৬ মাস ধরে অন্য জেলার পরিবহণ মালিক, শ্রমিক নামে একটি অসাধু সিন্ডিকেটের প্ররোচনায় শেরপুর হাইওয়ে পুলিশ নবীগঞ্জ-শেরপুর স্ট্যান্ডের ইমা, লেগুনা, সিএনজিকে আটক করে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছে। হয়রানীতে অতিষ্ঠ হয়ে এ ধর্মঘট পালন করছেন ইমা-লেগুনা সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। ধর্মঘটের খবর পেয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ মোবাইল ফোনে মালিক-শ্রমিকদের বিষয়টি সুষ্টু সমাধানের আশ্বাস প্রদান করেন। এদিকে, নবীগঞ্জ থানার একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হবিগঞ্জ জেলা ফোর স্টক, অটো রিকশা হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতে সুষ্টু সমাধানের আশ্বাস দিলে মালিক-শ্রমিকরা তাদের ধর্মঘট তোলে নেন। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ফোর স্টক, অটো রিকশা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি এম.এ মতিন চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ আশরাফ আলী জানান, শেরপুর হাইওয়ে পুলিশ কর্তৃক শ্রমিকদের উপর মিথ্যা মামলা, ভয়ভীতি ও হয়রানীর প্রতিবাদে আমরা ধর্মঘট পালন করেছি। স্থানীয় সংসদ সদস্য, পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টির সুষ্টু সমাধানের আশ্বাস প্রদান করায় আমরা ধর্মঘট তোলে নিচ্ছি।


     এই বিভাগের আরো খবর