,

নবীগঞ্জে সীমান্তিকের নিরাপদ মাতৃত্ব দিবসের র‌্যালী ও আলোচনা সভা

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে সীমান্তিকের উদ্যোগে এবং এস.এম.সি ও ইউ.এস.এ আইডির সহযোগিতায় র‌্যালী ও মর্যাদা ও অধিকার, স্বাস্থ্য কেন্দ্রে প্রসুতি সেবার অঙ্গীকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে বেসরকারি এনজিও সংস্থা সীমান্তিকের উদ্যোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সকাল ১০টায় একটি র‌্যালী বের হয় পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা। সীমান্তিকের ডিটিএল শরিফ আল মঞ্জিলের সভাপতিত্বে ও ফিল্ড সুপার ভাইজার ছফিনা খাতুনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রখেন  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, স্যানেটারি ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সমাজকে এগিয়ে নিতে নিরাপদ মাতৃত্বের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। নিরাপদ ও সুস্থ মা সুস্থ সন্তান জন্মের মধ্য দিয়ে দেশ গঠনে বড় ভূমিকা রাখবে।


     এই বিভাগের আরো খবর