,

হবিগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু ॥ দাফন সম্পন্ন

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ কারাগারে ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত আসামী সিরাজ মিয়া (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার আছরের নামাজের পর জানাজা শেষে ইনাতাবাদ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে শত শত মুসল্লী অংশগ্রহণ করে। সে ইনাতাবাদ গ্রামের মৃত আলিম মিয়ার ছেলে। হবিগঞ্জের জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, গত ১৫ মে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালি করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার এক মাসের সাজা হয়। রাতে ধুলিয়াখাল কারাগারে সে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নাম্বার-২৭৬১/১৯। গতকাল বুধবার দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্থান্তর করা হয়। সিরাজ মিয়ার পরিবারের অভিযোগ বিনা কারণে অসুস্থ সিরাজ মিয়াকে দালাল সাজিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এ কারণে সিরাজ মিয়া অপমানের জ্বালা সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। কিন্তু প্রকৃত দালালরা হাসপাতালে প্রকাশ্য ঘুরলেও তারা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। এমনকি হাসপাতালের কতিপয় কর্মচারীদের ছত্রছায়ায় থেকে রোগীদের সাথে প্রতারণা করে আসছে।


     এই বিভাগের আরো খবর