,

SAMSUNG CAMERA PICTURES

লাখাইয়ে টাঙ্গাইল শাড়ি না পেয়ে গৃহবধুর আত্মহত্যা

জুয়েল চৌধুরী ॥ লাখাইয়ে ঈদের জন্য টাঙ্গাইল শাড়ি কিনে না দেয়ায় রিনা আক্তার (৩০) নামের এক গৃহবধু স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই উপজেলার খাটাইয়া গ্রামের দিন মজুর মনছুর আলীর স্ত্রী। স্বামী জানান, গতকাল রবিবার দুপুরে রিনা আক্তার এই ঈদে তাকে টাঙ্গাইল জামদানি শাড়ি কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু স্বামী অভাবী আর দিনমজুর হওয়ার তার পক্ষে স্ত্রীকে টাঙ্গাইল শাড়ি কিনে দেয়া সম্ভব ছিলনা। তিনি মানুষের বাড়িঘরে কাজ করে ৩শ থেকে ৪শ টাকা রুজি করেন। যা দিয়ে তাদের দুই সন্তান নিয়ে সংসার চলে। একপর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডা হলে রিনা আক্তার পাশের ঘরে গিয়ে বিষ পান করে। এ সময় রিনার স্বামী মনছুরসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে গতকাল রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রিনা আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। সূত্র জানায়, আজ থেকে ১০ বছর আগে একই উপজেলার করাব গ্রামের ফরিদ মিয়ার কন্যা রিনা আক্তারকে বিয়ে দেয়া হয় ওই গ্রামের মৃত আলাই মিয়ার পুত্র মনছুর আলীর সাথে। দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে দুইটি সন্তান জন্ম গ্রহণ করে। লাশের পাশে স্বামী আহাজারি করে বলেন- যদি আমি পয়সা ওয়ালা হতাম, তাহলে আজ আমার স্ত্রীর বায়না পুরণ করতে পারতাম। শাড়ি কিনে না দেয়ায় স্ত্রীকে হারালাম। এ জীবনে মানুষ বড় অসহায়।


     এই বিভাগের আরো খবর