,

প্রবাসী হত্যা মামলায় পুটিজুরী ইউপি’র চেয়ারম্যান কারাগারে

জুয়েল চৌধুরী ॥ বাহুবলে রাস্তার ঠিকাদারী নিয়ে প্রবাসী শেখ ওয়াহিদ মিয়া হত্যা মামলার হুকুমদায়ী আসামী পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছুদ্দিন আহমেদ তারা মিয়াকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজিরা দিলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন শেখ ওয়াহিদ মিয়া (৪০)। ঘটনার পর দিন ১৯ আগস্ট রাতে পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ তারা মিয়াসহ ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন নিহতের বড় ভাই ফারুক মিয়া।
প্রকাশ, স্থানীয় একটি রাস্তা মেরামতের কাজ পেয়েছিলেন ওয়াহিদ মিয়া। ওই কাজের ভাগ নিতে চেয়েছিলেন পার্শ্ববর্তী গ্রামের শাহনাজ মিয়া। এতে রাজি না হওয়ায় ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ তারা মিয়ার নির্দেশে ওয়াহিদকে পুটিজুরী বাজারে ছুরিকাঘাত করেন শাহনাজ। পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই হামলায় গুরুতর আহত হন নিহত ওয়াহিদ মিয়ার ভাই কাউসার মিয়া (২৫) ও স্টল মালিক আব্দুল আলী (৩৭)। নিহত শেখ ওয়াহিদ উপজেলার কুমিদপুর গ্রামের মৃত শেখ আব্দুল্লাহ মিয়ার ছেলে। আসামী সামছুদ্দিন আহমেদ তারা মিয়াসহ সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন নিহত’র পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর