,

বানিয়াচংয়ে এলাকাবাসীর অর্থে সরকারী রাস্তায় ড্রেন নির্মাণ

সংবাদদাতা ॥ বানিয়াচং সদরে রেকর্ড পরিমান উন্নয়নমুলক কাজ হলেও সেই ছোঁয়া লাগেনী ১ নং ইউনিয়নের পূর্বতোপখানা মহল্লায়। ওই এলাকার একটি ইট সলিং
রাস্তা ড্রেনেজ ব্যবস্থার কারনে চলাচলেরও অনুপযোগী হয়ে পড়ায় কয়েক বছর যাবৎ এলাকাবাসী দূর্ভোগ পোহাচ্ছেন। গত কয়েক মাস আগে ওই এলাকার আব্দুর রাজ্জাক আলামিনের প্রচেষ্টায় সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ রাস্তাটিতে এডিবির ১ লাখ টাকার বরাদ্ধ দেন। উক্ত বরাদ্ধের অর্থ দিয়ে ঠিকাদার আসাদুর রহমান খান ছোট্র একটি কালভার্ট ও কিছু জায়গায় ড্রেন নির্মাণ করেন। কিন্তু পুরো রাস্তায় ড্রেন নির্মান না হওয়ায় রাস্তার আশপাশের বাড়ির পানি নিস্কাশন হয়ে ইটসলিংকৃত রাস্তাটি কর্দমাক্ত খানাখন্দকে পরিণত হয়ে পায়ে হাটার অনুপযোগী হয়ে পড়ে। অবশেষে রাস্তাটির পাশর্^বর্তী এলাকার লোকজন মিলে তাদের নিজস্ব অর্থ দিয়ে কবির রহমান মিয়ার বাড়ির সামন থেকে সমশের উদ্দিনের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ শুরু করেছেন। এলাকার বাসিন্দা নুরে আলম সিদ্দিকী সুজন জানান, রাস্তায় পানি জমে থাকা ও খানাখন্দক থেকে রক্ষা পেতে এলাকাবাসীর উদ্যোগে ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। তবে রাস্তাটিতে আরো ড্রেন নির্মাণ এবং রাস্তা পূনঃনির্মাণ না করা হলে পূর্বতোপখানাসহ আশপাশের মহল্লাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। তিনি এলাকাবাসীর পক্ষ থেকে দাবী জানান কর্তৃপক্ষ যেন অসম্পূর্ন ড্রেন ও রাস্তাটি পূনঃনির্মাণ করে দেন।


     এই বিভাগের আরো খবর