,

মাধবপুরের এক ব্যক্তির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসীর অভিযোগ

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলায় শিয়ালউড়ি গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে ফুসে উঠেসে এলাকাবাসী। তার অন্যায়-অত্যাচারে অতিষ্ট হয়ে অবশেষে গ্রামবাসী জেলা প্রশাসক বরাবরে গত ২৫ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র রাজাকার শামছুল হক দীর্ঘদিন ধরে গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তার বিরুদ্ধে গ্রামবাসী প্রতিবাদ করলে তাদের জিবনে নেমে আসে ঝড়। বিভিন্ন মামলা-হামলার মাধ্যমে গ্রামবাসীদের হয়রানি করে আসছে। শুধু তাই নয়, ১৯৭১ সালে পাকসেনাদের পক্ষ নিয়ে একই গ্রামের কানু দাসের বাড়িতে মুক্তিবাহীনির বিরুদ্ধে ক্যাম্প বসিয়ে অত্যাচারে লিপ্ত ছিল। এলাকার গরু-ছাগল হাস, মুরগী স্বার্ণালংকার টাকা পয়সা লুন্ঠন করেছিল। অথচ এর পূর্বে গ্রামের হাজী আব্দুর নুরের বাড়িতে দৈনিক মুজুরীতে কাজ করে জিবিকা নির্বাহ করত এলাকার ওসমান আলী আবুল কালামসহ মুক্তি যোদ্ধের স্ব-পক্ষের লোকদের ধরে নিয়ে পিঠিয়ে লাঞ্চিত ও তাদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গ্রামের দানিস মিয়ার মেয়ে হাজেরা বেগম ও আব্দুল মোতালিবের স্ত্রীকে ধরে নিয়ে পাক বাহিনীদের লালসার শিকার বানায়। স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেলেও  আজও লালসার শিকার হাজেরা বেগম তার বাড়িতে ফিরেনি। কিন্ত বিভিন্ন যুদ্ধাপরাধির তালিকা হলেও শামছুল হক এখনও বীরদর্পে চলা ফেরা করে আসছে। কিছুদিন পূর্বে আবুল কাশেম নামে এক ব্যক্তি তার এহেন কর্মকান্ডের প্রতিবাদ করলে তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করেন। এর প্রতিকার চেয়ে আবুল কাশেমসহ এলাকাবাসী উক্ত লিখিত অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর