,

বাহুবলে চাঁদা না দেয়ায় ট্রাক্টর আটক ॥ অবশেষে পুলিশে উদ্ধার

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার হরিতলার আব্দুর রহিম ২/৩ মাস পূর্বে চাষাদের জন্য একটি ট্যাফে ব্রান্ডের ট্রাক্টর ১৪ লাখ টাকা দিয়ে ক্রয় করেন। ট্রাক্টর দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে কৃষকের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। মোটামুটি ভাল আয় রোজগার হচ্ছিল। এরই মাঝে লোভনীয় দৃষ্টি পড়ে দৌলতপুর গ্রামের উজ্জল ও সুমন নামে যুবকদের। গতকাল দুপুর ১টারদিকে ট্রাক্টর চালক নজির মিয়া ট্রাক্টরের প্রয়োজনীয় যান্ত্রিক কাজ সেরে হবিগঞ্জ থেকে বাহুবল ফেরার পথে দৌলতপুর নাম স্থানে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উজ্জল ও সুমন ট্রাক্টরটি আটক করে মহাসড়ক থেকে দেশীয় অস্ত্রের মুখে দৌলতপুর গ্রামের ভেতর নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে চালক নজির থেকে সাথে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায়। এসময় চালক চলে গিয়ে মালিক আব্দুর রহিমকে জানালে তিনি তাৎক্ষণিক বাহুবল মডেল থানায় অভিযোগ দিলে দ্রুত পুলিশ দৌলতপুর গ্রামের ভেতর থেকে ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে এসে মালিকের জিম্মায় দেন। এসময় উজ্জল ও সুমন পালিয়ে যায় বলে আব্দুর রহিম ও নানু মিয়া জানান।


     এই বিভাগের আরো খবর