,

বাউসা ইউনিয়নের কৃতি সন্তান এনামুল হাবিব উপ-সচিব পদে পদোন্নতি পেলেন

আলী হাছান লিটন ॥ বাংলাদেশ সরকারের জননিরাপত্তা মন্ত্রালয়ের (উপ-সচিব) পদে পদোন্নতি পেয়েছেন। বাউসা ইউনিয়নের চান্দপুর গ্রাম তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রয়াত প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান এর প্রথম পুত্র এনামুল হাবীব। এনামুল হাবীব প্রায় দেড় বছর রংপুর জেলার ডিসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর গত মঙ্গলবার (১১ জুন) তাঁকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব করা হয়। এর আগে এনামুল হাবীব ২০১৪ সালের পহেলা জানুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে কর্মরত ছিলেন। এনামুল হাবীব ১৯৯৮ সালের ২২ ফ্রেব্রুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গাজীপুর জেলা প্রশাসনে চাকুরী জীবন শুরু করেন। এরপর তিনি বিভিন্ন সময় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে এনামুল হাবীব ১৯৯৩ খ্রিষ্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৫-০৬ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া ২০১১ খ্রিষ্টাব্দে ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন এনামুল হাবীব।


     এই বিভাগের আরো খবর