,

বেশি টিভি দেখলেই শিশুর রক্তচাপ বাড়ে

সময় ডেস্ক ॥ শিশুদের মধ্যে যারা দিনে ২ ঘণ্টার বেশি টেলিভিশন, কম্পিউটার ও ভিডিও গেমস খেলে সময় কাটায়, তারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে পড়ে। সম্প্রতি ব্রাজিলের সাও পাউলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইউরোপের শিশুদের ওপর গবেষণা চালিয়ে এই ফলাফল পান। গবেষক দলের প্রধান অগাস্টো সিজার ডি মরাইস জানান, টানা দুই বছর স্পেন, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, সাইপ্রাস, এস্তোনিয়া, সুইডেন ও বেলজিয়ামের ৫২২১টি শিশুর তথ্য সংগ্রহ করে এ গবেষণা করেন তারা। গবেষণা প্রতিবেদনে বলা হয়, দিনে এক ঘণ্টার কম সময় শরীরচর্চা ও দৌড়ঝাঁপের অভাব শিশুদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি শতকরা ৫০ ভাগ বাড়িয়ে দেয়। এই ঝুঁকি বয়সের সঙ্গে কমে যায় না, বরং থেকেই যায়। জার্নাল অব কার্ডিওলজিতে প্রকাশিত হয়েছে এ গবেষণার বৃত্তান্ত।


     এই বিভাগের আরো খবর