,

SAMSUNG CAMERA PICTURES

সরকারি জায়গায় গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের তৃতীয় দিনে উচ্ছেদ অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বহুলা, বাইপাস, ২নং পুল, শায়েস্থানগর, পইল রোড, আনোয়ার পুর বাইপাসসহ বিভিন্ন এলাকার সরকারি জায়গায় গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন রুবেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে প্রশাসন এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল দুপুরে উল্লেখিত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক্সেভেটর মেশিন দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ সময় অন্যান্য অবৈধ স্থাপনা দখলকারীরা তাদের মালামাল এবং ঘরের টিন সরিয়ে নিতেও দেখা যায়। বাইপাস জুড়ে উৎসুক জনতা উচ্ছেদ অভিযান দেখার জন্য ভীর জমান। পুলিশ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে। ইউএনও সাখাওয়াত হোসেন রুবেল জানান, শহরের বিভিন্ন এলাকায় সরকারি জায়গা ড্রেন, খাল, পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এ সব স্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করতেই অভিযান চালানো হয়েছে। পর্যালোচনাক্রমে খোয়াই নদীসহ বিভিন্ন সরকারী জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।


     এই বিভাগের আরো খবর