,

হবিগঞ্জে চোরাই ও লাইসেন্সবিহীন শতাধিক মোটরসাইকেল আটক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চোরাই ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল শনিবার প্রথম দিনে শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। এর মাঝে ১০টি মামলা দেয়া হয়েছে। সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনকে সামনে রেখে মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ অভিযান প্রতিদিন চলবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের
চৌধুরী বাজার, সদর থানার মোড়, কোর্ট স্টেশন পয়েন্ট, কলেজ রোড, চৌধুরী বাজার, বাইপাস সড়ক ও শায়েস্তাগনরসহ বিভিন্ন পয়েন্টে এসআই জুয়েল সরকার, সাহিদ মিয়া, ইকবাল হোসেন ও আব্দুর রহিম সহ বিভিন্ন অফিসাররা  চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল আটক করেন। অনেক চালকরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। পুলিশ জানায়, দীর্ঘীদন ধরের একটি সংঘবদ্ধ চক্র অফিস আদালত, সাংবাদিক ও পুলিশের ভূয়া স্টিকার লাগিয়ে চোরাই মোটর সাইকেলে ব্যবহার করছে। এছাড়া লাইসেন্সবিহীনও রয়েছে। আর এসব মোটর সাইকেল শহরের উপর দিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে তারা। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ অভিযান শুরু করে।


     এই বিভাগের আরো খবর