,

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন আজ

নিজস্ব প্রতিনিধি ॥ দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ও সর্বশেষ ধাপে আজ মঙ্গলবার মোট ২০ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪টিতে ইভিএমে ভোট নেয়া হবে। এদিন সব কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা শনিবার (১৫ জুন) মধ্যরাতে শেষ হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেষ ধাপে গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, বাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট হবে। ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানান, ভোটের ৩২ ঘন্টা আগে সব ধরণের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একজন এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মামলাও করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিতর্কিত ওসিদের প্রত্যাহার করা হয়েছে। একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া এক এমপির বিরুদ্ধে মামলার নির্দেশনাও দিয়েছে কমিশন। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আজ (সোমবার) ভোটকেন্দ্র ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে। এর আগে চতুর্থ ধাপে গত ৩১মার্চ ছয় উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপে চার উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে ৪শ’ উপজেলায় ভোট গ্রহণ করা হয়। এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে  আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। অধির আগ্রহে ভোটাররা বসে আছেন নিজেদের স্বপ্নের উপজেলার কান্ডারিদের নির্বাচিত করতে ভোট প্রয়োগের মাধ্যমে। দেশের ৪৯২তম এবং সর্বশেষ প্রতিষ্ঠা পাওয়া উপজেলা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। তবে ওলিপুর শিল্প এলাকাকে ঘিরে গাজীপুরের পরেই এর গুরুত্ব বিবেচনা করা হয় স্থানীয়ভাবে। কে হচ্ছেন দেশের সর্বশেষ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, এনিয়ে আলোচনা-সমালোচনার শেষ ছিলো না। প্রথমবার নির্বাচিত চেয়ারম্যানের কর্মকান্ডের উপরই নির্ভর করবে নতুন এ উপজেলার উন্নয়ন আর ভবিষ্যত অগ্রগতি। এমনটাই মনে করছেন, সাধারণ ভোটার এবং স্থানীয় সচেতন মহল। তাই সবদিক থেকে যোগ্য প্রার্থীকে দেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে নির্বাচিত করতে চান তারা। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশীদ তালুকদার ইকবাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা নূরপুর ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস মার্কা) ও স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ খান (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন করে মোট ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাঁরা হলেন- খন্দকার শফিক সরদার (তালা), গাজিউর রহমান এমরান (মাইক), সৈয়দ তানভীর আহমেদ জুয়েল (চশমা), আব্দুল মতিন মাস্টার (বই), বদরুল আলম দীপন (টিউবওয়েল), সাবেরা সুলতানা হ্যাপি (কলস), মমতাজ বেগম ডলি (প্রজাপতি), মুক্তা বেগম (পদ্ম ফুল), রুবিনা আক্তার (ফুটবল) ও পারভীন আক্তার (হাঁস)। ইতোমধ্যে রবিবার (১৬ জুন) রাত ১২টার পর সব ধরণের প্রচার প্রচারণার সমাপ্তি ঘটেছে। প্রার্থী-সমর্থকদের মধ্যে এখন শুধু উৎকণ্ঠা। তবে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ। বহু কাঙ্খিত উপজেলার প্রথম কান্ডারি নির্বাচিত করতে ভোটাররা অপেক্ষা করছেন ভোট প্রযোগ করার। অপরদিকে, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। আজ সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান- নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রগুলোতে সব ধরণের সরঞ্জাম পাঠানো হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সোমবার রাত থেকেই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রসঙ্গত, তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৬শ’৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৬শ’ ২১ এবং নারী ভোটার ২৩ হাজার ৪৫ জন। ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


     এই বিভাগের আরো খবর