,

নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের ঘরে আগুন দিয়েছে নিজেদের লোকজন!

সংবাদদাতা :: নবীগঞ্জে আদালতে বিচারাধীন সত্ত¡ মামলায় হেরে যাওয়ার আশংকায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই খড়ের ঘরে আগুন ও চারা গাছ ভেঙ্গে দিয়েছে অপর পক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুর্জাপুর গ্রামে। সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুর্জাপুর গ্রামের সুকুমার চন্দ্র পাল, মৌজা সুর্জাপুর জে,এল নং সাবেক ১৬৪ হাল আর এস জে,এল নং ১৬৭, এ খতিয়ান নং ৩৭০ কবলা মূলে, প্রকৃতপক্ষে ৩৭৩ আর এস খতিয়ান নং ৩৪৯ সাবেক দাগ নং ৩৪১, ৩৪৮, প্রকৃতপক্ষে এস এ ৩৪৮ দাগ হাল আর এস ফাইনেল দাগ নং ৪২৪ মূলে ৬ শতক চারা রকম ভুমিসহ আরও অন্যান্য ভূমি নিজ নামে থাকাবস্থায়  ৪ পুত্র সুভাষ পাল, সুবোধ পাল, সুশেন পাল, উমেশ পালকে রাখিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুর কিছুদিন পর সুচতুর উমেশ পাল তথ্য গোপন রাখিয়া উল্লেখিত ৬ শতক চারা রকম ভুমি নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে নিজের একক নামে নামজারী করেন। এর কিছুদিন পর অপর ভাইদের না জানিয়ে একই গ্রামের এতিম উল্লার পুত্র জয়নাল মিয়া এবং মেয়ে আরজান বিবির নিকট গোপনে বিক্রি করেন। বিষয়টি অপর ভাইদের মধ্যে জানাজানি হলে সুভাষ পাল ও সুবোধ পাল সুবিচারের আশায় বাদী হয়ে নবীগঞ্জ সহকারী জজ আদালত, হবিগঞ্জ এ অগ্রক্রয় মোকাদ্দমা মামলা ০৬/২০১৮ দায়ের করেন। মামলা দায়েরের পরই উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে।  প্রতিপক্ষের জয়নাল মিয়া ও আরজান বিবির লোকজন গ্রামে প্রভাশালী হওয়ার কারণে তাদের ভয়ে অনেকটা জিম্মি হয়ে রয়েছেন সুবোধ পাল ও তাদের লোকজন। মামলায় হেরে যাওয়ার আশংকায় ভুগতে থাকেন জয়নাল ও তার পরিবার। কিভাবে প্রতিপক্ষকে ফাঁসানো যায় সেই ফন্দি আটে জয়নাল মিয়ার লোকজন। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে জয়নাল মিয়া নিজেদের খড়ের ঘরে আগুন লাগিয়ে ও কিছু চারাগাছ ভেঙ্গে দেয়। পরদিন এ নিয়ে সুবোধ পাল ও সুভাষ পালের উপর খড়ের ঘরে আগুনের ঘটনার অপবাদ দিয়ে স্থানীয় পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে নিরীহ লোকজনের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেকোন সময় আরো জয়নাল মিয়া ও তাদের লোকজন ফাঁসানোর জন্য আরো অন্যান্য কৌশল অবলম্বন করতে পারে বলে আশংকায় ভোগছেন সুবোধ পাল ও তার লোকজন। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভোক্তভোগী লোকজন।


     এই বিভাগের আরো খবর