,

নবীগঞ্জে প্রতিপক্ষের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ এনে আদালতে ৬টি মামলা দায়ের

সংবাদদাতা :: নবীগঞ্জে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম ও বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি কেটে একলক্ষ টাকা ক্ষতি সাধন, অস্ত্রের মূখে প্রতিপক্ষকে গতিরোধ করে লাগেজ ও স্বর্ণালংকার, নগদ টাকা ছিনিয়ে নেয়া, প্রাণনাশের হুমকি এবং গাভি চুরিসহ বিভিন্ন অভিযোগে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ইলিয়াছ মিয়ার পুত্র আজিজুর রহমান ও আমির উদ্দিন এবং মৃত আজমান উল্লার পুত্র ফজলু মিয়া ও মতিউর রহমান গং এর বিরুদ্ধে আদালতে ৬টি মামলা হয়েছে। একই গ্রামের মৃত নিজাম উল্লার পুত্র মাহমুদ মিয়া মৃত মস্তাব উল্লার পুত্র নজরুল ইসলাম, ফজর আলীর পুত্র মোঃ আবুল মিয়া, মৃত ছাদিক উল্লার পুত্র শেখ গিয়াস উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল-৫ আদালত এবং নির্বাহি ম্যাজিষ্ট্রেট-২ আদালতে পৃথক এই ৬টি মামলা দায়ের করেন। মাহমুদ মিয়া দায়েরকৃত মামলায় আসামীদের বিরুদ্ধে গাভি চুরির অভিযোগ আনা হয়েছে। নজরুল ইসলামের দায়েরকৃত মামলায় গাছ কাটার অভিযোগ এনে মামলা দায়ের করায় প্রতিপক্ষ লোকজন তাকে হুমকি ধামকি এবং মিথ্যা মামলা মোকদ্দমা করায় আর একটি মামলা দায়ের করায় তার উপর হামলা এবং রক্তাক্ত জখম ও তার বাড়ির গাছ-গাছালি কেটে দুই লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতির সাধনের অভিযোগ আনা হয়। আবুল মিয়ার দায়েরকৃত দুটি মামলায় লাগেজ ছিনতাই করে পঞ্চাশ হাজার টাকা মালামাল লুট, নব্বই হাজার টাকার র্স্বণালংকার এবং নগদ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়া, প্রাণনাশের হুমকি ও অসৎ চরিত্রের  নারী দ্বারা নারী নির্যাতন মামলা দিয়ে সমাজে হেয় প্রতিপ্রন্ন করা হবে মর্মে হুমকি প্রদর্শন এর অভিযোগ আনা হয়। শেখ গিয়াস উদ্দিনের মামলায় চাঁদা দাবি ও গাছ কেটে ক্ষতি সাধন করায় আদালতে মামলা করায় তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়।


     এই বিভাগের আরো খবর