,

হবিগঞ্জে মোটরসাইকে চুরির ঘটনায় এক চোর ধরাশায়ি

সংবাদদাতা :: হবিগঞ্জ জজকোর্টে আইনজীবি সমিতির ভবনের নিচ থেকে মোটরসাইকে চুরি করার সময় ইউসুফ মিয়া (২২) নামে এক চোর ধরাশায়ি হয়েছে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ দিকে গনগন মোটর সাইকেল চুরির ঘটনায় জজকোটসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ওই সময়ে একজন মেয়র প্রার্থীর প্রচারনার সময় এক ব্যাক্তি আইনজীবি সমিতির ভবনের নিচে তার ব্যবহৃত সাইকেলটি রেখে ভেতরে ভোট চাইতে যান। এসময় এক আইনজীবি সহকারী দেখেন ইউনুস মিয়া নামে এক চোর মোটরসাইকেল টি নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে হাতে-নাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে বাহুবলের সোনা মিয়ার পুত্র। ইতিপূর্বে একই স্থান থেকে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমানের মহরার আবুল কাশেমের একটি মোটর সাইকেল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর আউয়ালে মোটর সাইকেল, সাংবাদিক ফরহাদ চৌধুরীর মোটর সাইকেল ও দুজন ঔষধ মেডিকেল প্রতিনিধির মোটর সাইকেল চুরি হলে পুলিশসহ সর্বত্র তোলপাড় চলে। পুলিশ বিভিন্ন স্থানে সাড়াসি অভিযান চালিয়ে বাছির মিয়া (২৫), খোকন মিয়া (২২), সাগর মিয়া (২৫), আবুল কাশেম (৩০)সহ ৫ জন চোরকে আটক করে কারাগারে প্রেরন করে।


     এই বিভাগের আরো খবর