,

সেতু মেরামতে লাগবে আরো ১০-১২ দিন

সময় ডেস্ক ॥ সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুর ভেঙে যাওয়া অংশবিশেষ মেরামত করার কাজ শুরু করেছে সড়ক বিভাগ। তবে, এতে ১০-১২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহম্মদ শামীম আল মামুন। তিনি জানান, তারা তিতাস নদীতে ফেরি চালু করার জন্যও কাজ করছেন। ঢাকা থেকে ফেরি আসছে। তবে ফেরিতে যানবাহন উঠার জন্য এপ্রোচ এবং ঘাট নেই। এপ্রোচ এবং ঘাট তৈরির কাজও শুরু করেছেন তারা। এদিকে, বিকল্প পথে যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছেই। দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। গতকালও সিলেট থেকে ঢাকা অভিমুখে চান্দুরা পর্যন্ত দীর্ঘ জট সৃষ্টি হয়। এসব যানবাহনের মধ্যে ট্রাকের পরিমাণই বেশি। ইসলামপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আ স ম আতিকুর রহমান জানান, তার এলাকাতেই ৭ কিলোমিটার যানজট রয়েছে। এরপর মাধবপুর ছাড়িয়ে সিলেট পথে আরো অনেকদূর পর্যন্ত যানজট রয়েছে বলে জানান তিনি। এই অবস্থায় পায়ে হেঁটেও চলছেন মানুষ। এদিকে শাহবাজপুর সেতুর উত্তর প্রান্তে সিলেট অভিমুখী অনেক ট্রাক আটকা রয়েছে। এসব ট্রাকে থাকা আম ও কাঁঠাল পচেগলে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠা এই সেতুর ওপর দিয়ে। তখন থেকেই বন্ধ রয়েছে ঢাকা-সিলেট সরাসরি সড়ক যোগাযোগ। সড়ক বিভাগ বিকল্প পথ হিসেবে চান্দুরা-আখাউড়া সড়ক দিয়ে কুমিল্লা-সিলেট এবং চট্টগ্রামের এবং সরাইল-নাসিরনগর হয়ে লাখাই এবং রতনপুর দিয়ে ঢাকা-সিলেট গন্তব্যের যানবাহন চলাচল করার নির্দেশনা দিয়েছে। কিন্তু বিকল্প ওই দুই পথ এড়িয়ে চান্দুরা আখাউড়া সড়ক দিয়েই চলছে ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের বেশিরভাগ যানবাহন। সাড়ে ৫ মিটার পাশের ২২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পাড়ি দিতে সময় লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা। আর একারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। শাহবাজপুরে তিতাস নদীর ওপর পুরাতন সেতুটির পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণাধীন। যার কাজ ৮০ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে নতুন সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান তারা।


     এই বিভাগের আরো খবর