,

বানিয়াচংয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন র‌্যালী, সেমিনার ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বার্হী অফিসার মোঃ মামুন খন্দকার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমদ আকুঞ্জি, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম, থানা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এসআই আব্দুল ছালাম, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ গিয়াস উদ্দিন, রেখাছ মিয়া, এরশাদ আলী, উপজেলা তথ্য কেন্দ্রের পক্ষে বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, সহকারী নাঈমা সুলতানা ও পান্না আক্তার আঁিখ। সভায় বক্তারা সমাজ থেকে মাদক নির্মুলে থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরকে আরো জোরালোভাবে মাদক এর বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আহবান জানানো হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মামুন খন্দকার বলেন, একটি সুন্দর সমাজকে অসুন্দর করে মাদক, একটি পরিবারে যদি একজন ব্যক্তি মাদকাশক্ত হয়, তাহলে পুরো পরিবারটি ধ্বংসের পথে চলে যায়। অতএব সমাজ ও পরিবারকে সুন্দর রাখতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালাতে হবে। যেখানে মাদক সেখানেই প্রতিরোধ করতে হবে। তিনি আরো বলেন, ধূমপানও মাদকের চেয়ে কম নয়, ধূমপান থেকেও আমাদের দূরে থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে বানিয়াচংকে মাদক মুক্ত রাখা সম্ভব। এ লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু মাদক বিক্রেতা ও মাদকসেবনকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সবাইকে আশ্বস্থ করেন।


     এই বিভাগের আরো খবর