,

আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হয়ে কাজ করবে -এমপি মিলাদ গাজী

মোঃ সুমন আলী খাঁন :: কোন জাতি শিক্ষিত না হলে সে জাতির কোন উন্নতি সাধিত হয় না। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাকে যুগোপযোগী এবং আধুনিক শিক্ষায় রুপান্তরিত করার পাশাপাশি এদেশ থেকে দরিদ্রতা ও দুর্নীতিকে চির তরে নির্মূলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হয়ে কাজ করবে। গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে নয়মৌজা কলেজে প্রথম একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস  উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। এছাড়া তিনি নয়মৌজা কলেজের রাস্তা, ডেবনা নদীতে ব্রীজ, কলেজে নতুব ভবন ও সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। গতকাল দুপুরে কলেজ গর্ভণিং বডির সভাপতি আব্দুল হাদী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কলেজের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, বিশিষ্ট মুরব্বি ও সমাজ সেবক আবুল কাশেম চৌধুরী, হাজী মিরাজ উদ্দিন, আব্দুল হান্নান, সাজ্জাদুর রহমান, ডাঃ আব্দুল ওয়াদুদ, মোস্তফা কামাল, হাজ্বী ইদ্রিছ আলী, আব্দুর রহিম, কামরান আহমদ চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, আপ্তাব উল্লাহ মেম্বার, জয়নাল মেম্বার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী নুরুল হুদা, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মুকিত, যুবলীগ নেতা আবুল কালাম, আওয়ামীলীগ নেতা মোক্তার আলী, মকবুল হোসেন, আব্দুল আহাদ, আব্দুল বারী, আব্দুল আউয়াল মাষ্টার, আবু ইউসুফ বাচ্চু মিয়া, আংগুর মিয়া, আশরাফ আলী, আব্দুল জলিল, দেওয়ান জাবেদ আহমেদ, শোয়েব রেজা, রাশিকুল আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গর্ভণিং বডির সদস্য কলেজ এম.আরকে কাপ্তান মিয়া। নবীগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমানের প্রচেষ্ঠায় কলেজটি উদ্বোধন হওয়ায় সকলেই ভ‚য়সী প্রসংশা করে অভিনন্দন জানান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র কলেজের শিক্ষার্থী শাহিদা আক্তার ও প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষাথী মোছা: হামিদা বেগম। কলেজ প্রতিষ্ঠালগ্নে এলাকার যে সকল বিশিষ্টজন ছিলেন তারা কষ্ট করেছেন কিন্তু উদ্বোধনী শুভ দিনে তারা দেখে যেতে পারেননি। তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।


     এই বিভাগের আরো খবর