,

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর বেড়ীবাঁধ ভেঙে অর্ধশত গ্রাম বন্যা কবলিত

শাহ এস এম ফরিদ ॥ পাহাড়ি ঢল আর মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার কারনে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়ে বন্যা কবলিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে কুশিয়ারা নদীর পাড়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে বানের পানিতে শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায়  রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্দ রয়েছে। গ্রামীণ জনপদের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা ও বেলা দিয়ে বানবাসী মানুষ চলাচল করছেন। জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী পাইলগাঁও ইউনিয়নের মধিপুর গ্রামের নিকটে বেড়ীবাঁধ ভেঙ্গে মশাজান, খানপুর, আলীপুর, জায়ফরপুর, গোতগাঁও, সোনাতলা, জালালপুরসহ কয়েকটি গ্রাম বন্যা কবলিত রয়েছে। রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর, নোয়াগাঁও, বালিশ্রি, হিলালপুর জয়নগর গ্রামে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে বন্যা কবলিত পানিবন্দি অবস্থায় শতশত পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও উল্লেখিত এলাকায় কৃষকের আমন ধানের চারাসহ বীজতলা তলিয়ে গেছে। অগ্রাহানের ফসল রোপা আমন চাষাবাদ হুমকির মুখে পড়েছে।


     এই বিভাগের আরো খবর