,

ভাগ্নে ও তার স্ত্রী এবং নাতির বিরুদ্ধে আদালতে মামলা দিলেন মামা

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোক মামার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ায় মামা এবার ভাগ্নে ও তার স্ত্রী ও নাতির ওপর অভিযোগ দিয়েছেন হবিগঞ্জ আদালতে। মামা-ভাগ্নের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে এলাকায় চলছে রসালো আলোচনা। এমন ঘটনা ঘটছে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে। মামলার সুত্রে জানা যায়, ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আলাউদ্দিনের পুত্র ছাব্বির মিয়ার জায়গায় ঘর নির্মাণ করে বসবাস করছিলেন তার মামা একই গ্রামের মৃত ধন মিয়ার পুত্র মোঃ আব্দুল হান্নান। কয়েকবার জায়গা ছাড়ার সময় নেন মামা হান্নান। কিন্তু তিনি জায়গা ছাড়তে গড়িমসি করেন এবং ফন্দি করেন কিভাবে জায়গা আত্মসাত করা যায়। এতে মামা-ভাগ্নার মধ্যে বিরোধের সুত্রপাত হয়। নিরুপায় হয়ে ভাগ্না ছাব্বির মামার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দাখেল করেন। এরই প্রেক্ষিতে থানা পুলিশ ও স্থানীয় মুরব্বিয়ানদের সমন্বয়ে তাদের বিরোধ নিস্পত্তি হয়। গেল রমজান মাসে আবার ওই জায়গা নিয়ে বিরোধ দেখা দেয়। অবশেষে গত ১৪ জুন ওই জায়গায় বেরা দেয়া নিয়ে বিরোধ আরো চাঙ্গা হলে ভাগ্না ছাব্বির ১৫ জুন নবীগঞ্জ থানায় মামা আব্দুল হান্নানকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে মামা ক্ষিপ্ত হয়ে ভাগ্নার মোরগের খামারের গন্ধে অতিষ্ট ইস্যু এনে হবিগঞ্জ নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদালতে ভাগ্না ছাব্বির তার স্ত্রী জোৎ¯œা ও নাতী মোঃ লাদেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মামা-ভাগ্না পাল্টাপাল্টি মামলা নিয়ে এলাকায় রসালো আলোচনা চলছে।


     এই বিভাগের আরো খবর