,

ত্রানের কোন কমতি নেই, পর্যাপ্ত পরিমান ত্রাণ মজুদ আছে- মিলাদ গাজী এমপি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য গাজী শাহ নওয়াজ মিলাদ বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় বন্যার্থ মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তিনি বলেন, ত্রানের কোন কমতি নেই। পর্যাপ্ত পরিমান ত্রাণ মজুদ আছে। বর্তমান সরকারের শাসনামলে কেউ না খেয়ে থাকবে না। তিনি গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর মাদ্রাসায় হবিগঞ্জ জেলা আনসার ভিডিপির উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি সহকারী জেলা কমান্ডেট মোঃ শাহ আলম, মাধবপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শুভাশীয় চক্রবর্তী, প্রশিক্ষক তানজিল আহমদ, মনিটরিং প্রশিক্ষক ফখরুল হক, নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল আওয়াল, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, ইউপি সদস্য ও যুবলীগ নেতা সাফু আলম, ইনাতগঞ্জ আসনার ভিডিপি দলনেতা এসকে আলম আলম আমিন, দলনেত্রী লাকী বেগম প্রমূখ। পরে মিলাদ গাজী এমপি দীঘলবাক ইউনিয়নেজেলা আনসার ভিডিপির উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যেও ত্রাণ বিতরণ করেন। মোট ১২০ জন  বন্যার্তদের মাঝে ত্রাণ দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর