,

নোয়াগাঁওয়ে চাঁদা দিতে অস্বীকার করায় মোরগ ও ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রাম। গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’টি পক্ষ দীর্ঘদিন ধরে মারামারি ও হানাহানিতে লিপ্ত রয়েছে। উভয় পক্ষের সংঘর্ষ ও মারামারির ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন। বর্তমানেও চলছে তাদের এ আধিপত্যবাদের বিস্তার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় সংঘর্ষে লিপ্ত হয় তারা। এক গ্রুপের নেতৃত্বে রয়েছে সাবেক মেম্বার আরজু মিয়া এবং অপর পক্ষে রয়েছে ফরিদ মিয়া গংরা। গত মঙ্গলবার দিবাগত রাতে আরজু মিয়া গংদের পক্ষের আকতার হোসেন তালুকদারের উপর ৫ হাজার টাকা চাঁদা দাবি করে আরজু মিয়ার পুত্র সাইদুর মিয়া গংরা। চাঁদা দিতে অস্বীকার করায় আকতার হোসেন তালুকদারের পুত্র কাউসারের একটি দেশীয় মোরগের ফার্ম থেকে আরজু মিয়ার পুত্র সাইদুরের নেতৃত্বে আলাউদ্দিনের পুত্র কাশেম, সুফি মিয়ার পুত্র শিশু ও আজম উল্লাহর পুত্র জহুর উদ্দিনসহ ৭/৮ জন কাউসারের প্রায় দুই শতাধিক মোরগ এবং তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ  ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ভুক্তভূগীরা।


     এই বিভাগের আরো খবর