,

লাখাইয়ে উপ-সহকারী কৃষি অফিসারের উপর হামলা, ইউপি চেয়ারম্যান কারাগারে

জুয়েল চৌধুরী :: লাখাইয়ে উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলায় বামৈ ইউনিয়নের চেয়ারম্যান ও লাখাই উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মামুন (৪০) এর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার দুুপুরে অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে তা না মঞ্জুর করা হয়। উল্লেখ্য, লাখাই উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলামের উপর হামলা হলে ওই কৃষি কর্মকর্তা বাদী হয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুনসহ বেশ কয়েকজনকে আসামী করে একটি মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে চেয়ারম্যান এনামুল হক মামুনকে গ্রেফতার করতে খুঁজছে পুলিশ। আহত উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, খাদ্য অধিদপ্তর কর্তৃক সাইলো (প্লাস্টিকের ড্রাম) স্থানীয় গরীবদেরকে অনুদান দেয়ার জন্য আসে। ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন তার লোকদেরকে দেয়ার জন্য সাইফুলকে বলেন। কিন্তু
সাইফুল ইসলাম চেয়ারম্যানের পছন্দের লোকদেরকে না দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এরই জের ধরে ২৭ জুন বিকাল ৫টার দিকে মুড়াকড়ি গ্রাম থেকে অফিসিয়াল কাজ শেষে ফেরার পথে উপজেলা পরিষদ গেইটের সামনের রাস্তায় চেয়ারম্যান মামুন ও তার লোকজন কৃষি অফিসার সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা করেন। এক পর্যায়ে তাকে আহত করেন। স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লাখাই থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কৃষি অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গতকাল সোমবার এনামুল মামুন আদালতে হাজির হন


     এই বিভাগের আরো খবর