,

এবার মাধবপুরে ছড়িয়ে পড়েছে ডেংগুজ্বর আতঙ্ক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জের পর এবার মাধবপুর উপজেলায় আলোচিত ডেংগুজ্বর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার এ পযর্ন্ত ২৫ জনের রক্ত পরীক্ষা করে একজন ডাক্তার সহ ৩ জনের ডেঙ্গু পজেটিভ সনাক্ত করা হয়েছে। সনাক্তকৃত  ডেংগু রোগীদের ইতিমধ্যে মাধবপুর ও সিলেটের বিভিন্ন প্রাইভেট ও সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মাধবপুর তিতাস শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশেদুল হক জিন্টু এর সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার আমরা এ হাসপাতালটিতে ডেংগু রোগ শনাক্তকরণ মেশিন নিয়ে আসি। এরপর গত তিন দিনে ২৫ জন জ্বর নিয়ে এ হাসপাতালে আসলে তাদের পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। ডেংগুতে আক্রান্তরা হলেন ভারতীয় নাগরিক দিলীপ কুমার পাল। মেয়ের জামাতা পৌর শহরের কাটিয়ারা গ্রামের রিপন পালের বাড়িতে বেড়াতে এসে ঢাকায় চিকিৎসার জন্য কয়েকদিন অবস্থান করে। মাধবপুরে ফিরে আসলেই জ্বরে আক্রান্ত হয়। মাধবপুরে পরীক্ষা করলেই ডেংগু ধরা পড়ে। তিতাস হাসপাতালের গেষ্ট ডাক্তার মিলাদুর রহমান জ্বর আক্রান্ত হলে তার শরীর পরীক্ষা করে ডেংগুর পজেটিভ পাওয়া যায়। ওমর ফারুক (১৮) ঢাকায় চাকুরী করেন। বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করে ডেংগুর পজেটিভ ধরা পড়ে। তারা ৩ জনই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক আল মামুন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আতংকিত হওয়ার কিছু নেই। তবে মাধবপুরের স্থানীয় কোন ডেংগু রোগী নেই। ঢাকা মাধবপুরে ভ্রমনের মাধ্যমে ডেংগুতে তারা আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে । তবে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।


     এই বিভাগের আরো খবর