,

মাধবপুর পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সংবাদদাতা ॥ মাধবপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কমপ্লেক্সের ভেতর থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন, প্যানেল মেয়র দুলাল খাঁ, কাউন্সিলর অজিত পাল, আবুল বাশার, বাবুল হোসেন, ব্যবসায়ী নেতা উসমান খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা জানান, মশক নিধনের ওষুধ ছিটানো পরিচ্ছন্নতা কার্যক্রম পুরো পৌরসভায় চলবে।


     এই বিভাগের আরো খবর