,

বানিয়াচঙ্গে ভিজিএফের চাল বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ইউনিয়ন অফিসে চাল বিতরণ না করে পাতারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চাল বিতরণ করা হয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় মক্রমপুর ইউনিয়নে সাড়ে ১৮ টন চাল গরিব ও দুস্থদের মধ্যে বিতরেণের জন্য বরাদ্ধ দেয় সরকার। মাথা পিছু ১৫ কেজি করে দেয়ার কথা থাকলেও তা বিতরণ করা হয়েছে মাত্র ১০/১২ কেজি। ইয়ালা গ্রামের আব্দুস সহিদের পুত্র আলমগীর মিয়া একই গ্রামের মতলিব মিয়ার পুত্র আহাদ মিয়া কেন্দুয়া গ্রামের সালেক মিয়ার পুত্র জাফর মিয়া পাতারিয়া আজমান মিয় স্ত্রী মালেকা বানুসহ আরও বেশ কয়েকজন দুস্থ অসহায় লোকজন জানান, তাদেরকে ১৫ কেজি করে না দিয়ে ১০/১২ কেজি চাল দেয়া হয়েছে। আবার অনেকেই তালিকাভুক্ত হয়েও চাল পায়নি।  মক্রমপুর ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারিভাবে মক্রমপুর ইউনিয়ন পরিষদ দুস্থ গোষ্ঠীর সহায়তা কর্মসূচির (ভিজিএফ) কার্ডের বিপরীতে ১৮.৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ড প্রতি ১৫ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। তবে নায্য চাল না পাওয়ায় গরীব অসহায়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, আমি মাথা পিছু ১৫ কেজি করে চাল বিতরণ করেছি। তবে লোকজন বেশী হওয়ায় চাহিদা অনুযায়ী চাল কম হয়। তাই শেষের দিকে অনেকে ১০/১২ কেজি করে দেয়া হয়েছে। মোট ১২’শ ৩৮জনকে দিয়েও অতিরিক্ত কয়েকজনকে দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর