,

লাখাইয়ে জাল পর্চা ও দলিল বানানোর অভিযোগ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের চাঞ্চল্যকর আব্দুল হেকিম হত্যা মামলার প্রধান আসামী তৌহিদ মহুরী ও তার সহযোগীর বিরুদ্ধে এবার জাল পর্চা ও দলিল বানানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুধু হয়েছে। তাদের এই অপকর্মের প্রতিকার ছেয়ে একই গ্রামের মৃত টি আলীর পুত্র এল রহমান লাখাই সাব-রেজিষ্টার অফিস বরাররে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, তৌহিদ মিয়া মহুরী ও তার সহযোগী ইসরাঈল মিয়া দীর্ঘ দিন ধরে ওই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে জাল দলিল, মাঠ পর্চা, এসএ পর্চা, পিন্ট পর্চাসহ বিভিন্ন জালিয়াতি সৃষ্টি করে টাকা পয়সা হাতিয়ে নেয়। ফলে একদিকে যেমন সরকার হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে সাধরণ মানুষরা প্রতারিত হচ্ছেন। ১১১৫, ১১৬২, ১১৬৫সহ বিভিন্ন দলিল সৃষ্টি করে এবং জালিয়াতির মাধ্যমে জায়গার শ্রেণী পরিবর্তন করে তা সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লাখাই সাব-রেষ্টার বরাবরে অভিযোগ দায়ের করা হয়। এবং আদেশের অনুলিপি জেলা রেজিষ্টার হবিগঞ্জসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর