,

সঈদপুর বাজার ফাজিল ডিগ্রী মাদরাসায় শোক দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার ১৫ই আগষ্ট ২০১৯ খ্রিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাজিল ডিগ্রী মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অত্র মাদরাসা গভর্ণিং বডির সহ-সভাপতি সৈয়দ আহমদ আলীর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ ইউনুস আলী এবং প্রভাষক মুহাম্মদ নুজরুল ইসলামের যৌথ পরিচালনায় উদ্বোধনী বক্তব্য পেশ করেন অধ্যক্ষ মোহাম্মদ আলী আক্কাছ মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মহিবুর রহমান হারুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সাহিদুর রহমান, উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও গভর্ণিং বডির অভিভাবক সদস্য মোঃ ফরিদ আলী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ এন আলী এয়াহিয়া, উপজেলা উলামালীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আব্দুল কদ্দুস, আরবী প্রভাষক মকবুল আহমদ, মোঃ আঃ রহিম সহকারী শিক্ষক (বিএসসি) প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অত্র মাদরাসার শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী সম্মিলিতভাবে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করেন। ক্বেরাত ও হাম নাত প্রতিযোগীতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার হিসেবে অতিথিবৃন্দ (ক) শোকাবহ ১৫ই আগষ্ট (খ) অগ্নিঝরা মার্চ (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে রোজনামচা ও অসমাপ্ত আত্ম জীবনী বইগুলো বিজয়ীদের হাতে তুলে দেন। ১৫ই আগষ্ট ১৯৭৫খ্রিঃ এ শাহাদাৎ বরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপিত, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী আক্কাছ মোল্লা।


     এই বিভাগের আরো খবর