,

শায়েস্তাগঞ্জে আবারো কালবাজারীদের হাতে আন্তঃ নগর ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে আন্তঃ নগর ট্রেনের টিকিট আবারো কালবাজারীদের হাতে। কাউন্টারে টিকিট না পেয়ে বাধ্য হয়ে দ্বিগুন দাম দিয়ে বাহির থেকে কিনতে হচ্ছে। ঈদের আগে রেল কতৃপক্ষ ঢাকা ও চট্টগ্রাম গামী  আন্তনগর ট্রেনে পযাপ্ত পরিমান টিকিট বরাদ্ধ দেয়া হলেও অসাধু কর্মচারীদের সহযোগীতায় কালবাজারীরা বিভিন্ন পরিচয়পত্র দিয়ে টিকিট ক্রয় করে ঈদের ২/৩ দিন আগে দ্বিগুন দামে যাত্রীদের কাছে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। অনলাইনে টিকিট বিক্রি করার নিয়ম থাকলেও মানছেন না শায়েস্তাগঞ্জ রেলওয়ে টিকিট কাউন্টারের কর্মচারীরা। অনেক যাত্রীরা জানান, ঈদের আগে তাদের দেয়া তারিখ অনুযায়ী টিকিট কাউন্টারে গিয়েও টিকিট পাওয়া যায়নি। জিজ্ঞেস করলে তারা জানান, টিকিট বিক্রি হয়ে গেছে। যদি বাহিরে কেউ বিক্রি করে তাদের কাছ থেকে কিনে নেন। সম্প্রতি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কয়েকজন কালবাজারীকে হাতে-নাতে আটক করে জেল জরিমানা করলেও কিছুদিন বন্ধ থাকার পর আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে এসে অসাধু রেল কর্মচারীদের ছত্র ছায়ায় আবারো এ ব্যবসা চালিয়ে যায় তারা। এদের মধ্যে কয়েকজন মহিলা কালবাজারীরা রয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে অফিসের একজন কর্মচারী জানান, শায়েস্তাগঞ্জে কালবাজারীরা কর্মচারীদের কাছ থেকে টিকিট নিয়ে কমিশন হিসেবে বিক্রি করছে। যার ফলে যাত্রীরা সময়মত এসেও টিকিট পান না। পরে স্ট্যান্ডিং টিকিট নিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। আবার কেউ-কেউ ট্রেনের ছাদে করে যাতায়াত করছেন।


     এই বিভাগের আরো খবর