,

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আইন শৃংখলা নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার ৪টি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা আজ শুরু হবে। উক্ত পরীক্ষা সফলের লক্ষে গতকাল নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আইন শৃংখলা নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সকাল ১০ টায় আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষা কেন্দ্রের হল সুপার অধ্যক্ষ লুৎফুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুুৎফর রহমান, বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক খান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, ঘোলডুবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আউশকান্দি স্কুল ও কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতি হাজী আতাউর রহমান, ডাঃ আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জুল হক, ইউপি মেম্বার হাজী বদরুল ইসলাম বকুল, বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল হামিদ নিকছন, অধ্যাপিকা শাহীন আক্তার, গভার্ণিং বডির সদস্য আব্দুস সালাম, শওকত মিয়া, আব্দুল হাকিম, সাবেক সদস্য হাজী সুহুল আমীন, কনর মিয়া, সাংবাদিক মুরাদ আহমদ, মোঃ মুহিবুর রহমান তছনু, সুলতান মাহমুদ, শিক্ষক আব্দুল কাইয়ূম কয়েছ, আবু সিদ্দিক, মনসুর আলম প্রমুখ। পরে প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঈদপুর ফাজিল মাদ্রাসা, ইনাতগঞ্জ কলেজ পরীক্ষা কেন্দ্রে পৃথক আলোচনা সভা করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আজ থেকে এইচএসসি ও আলিম পরীক্ষা যথা নিয়মের রুটিন মাফিক পরিচালিত হবে। কেউ পরীক্ষায় ব্যাঘাত ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া পরীক্ষাকে নকল মুক্ত রাখতে সকল অভিভাবকদের সচেতন থাকতে হবে। পরীক্ষার্থী বহনকারী প্রতিটি গাড়ীতে পরীক্ষার্থী নাম লেখা স্টীকার থাকবে। পুলিশ ও র‌্যাবের টহলে এসব গাড়ীর নিরাপত্তা প্রদান করবে। এছাড়া নবীগঞ্জে বিভিন্ন পয়েন্টে ও পরীক্ষা কেন্দ্রের আশ পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকিবে। এ বছর নবীগঞ্জ উপজেলার ৩টি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৩৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে ও আলিম পরীায় ১টি কেন্দ্রে ১৫৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া ভোকেশনাল পরীক্ষা ৪৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণের কথা রয়েছে।


     এই বিভাগের আরো খবর