,

২০২৩ সালের মধ্যে প্রাথমিকের সব শিক্ষার্থীই পাবে দুপুরের খাবার

সময় ডেষ্ক: স্কুলেই একবেলা করে খাবার পাবে প্রাথমিকের প্রায় দেড় কোটি শিক্ষার্থী। স্কুলে উপস্থিতি বৃদ্ধি ও ঝড়ে পড়া ঠেকাতে সরকারের এ সংক্রান্ত পরিকল্পনা আজ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
খাবারের তালিকায় শিক্ষার্থীরা বিস্কুট, কলা এবং রান্না করা খাবার বা ডিম খেতে পাবে। আজ সোমবার এই ব্যবস্থা রেখে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমানে সারা দেশে প্রায় ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে।  পরীক্ষামূলকভাবে দেশের ১০৪টি উপজেলার ১৫ হাজার ৩৪৯টি বিদ্যালয়ে এই খাবার দেওয়া হচ্ছে।  এর মধ্যে তিনটি উপজেলায় রান্না করা খাবার এবং বাকিগুলোতে বিস্কুট দেওয়া হচ্ছে।


     এই বিভাগের আরো খবর