,

মাধবপুরের চা শ্রমিক হত্যাকান্ডের মামলায় এক যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরের আলোচিত চা শ্রমিক সুজিত রেলী হত্যাকান্ডের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিজয় রেলী ওই বাগানের সহদেব রেলীর ছেলে। মাধবপুর থানার ওসি আজমিরুজ্জামান জানান, ২০ আগস্ট পারিবারিক বিরোধের জেরে নোয়াপাড়া চা-বাগানে শ্রমিক সুজিত রেলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে হেলাল রেলীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় বিজয় রেলী একজন এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ হত্যাকান্ডে জড়িত বাকীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে। প্রসঙ্গত, গত ১৯ আগস্ট মাধবপুরে মারপিটের কবল থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে সুজিত রেলি (৫৫) নামে এক ব্যক্তি খুন হন। তিনি উপজেলার নয়াপাড়া চা বাগানের মৃত টুরু রেলির ছেলে। সুজিতের ভাই বুদু রেলি ওই দিন সকালে পারিবারিক বিষয় নিয়ে সুজিতের মেয়েদের গালিগালাজ করে মারতে আসে। এ সময় সুজিত রেলি ও তার ছেলে ধনু রেলি বাধা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। ঘটনার এক পর্যায়ে বদু রেলির পক্ষ নিয়ে তার চাচাত ভাই হেলাল ও সেলিম রেলি অতর্কিত ভাবে সুজিত রেলির বাড়িতে আক্রমন চালিয়ে সুজিত রেলি ও তার ছেলে ধনু রেলি কে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন সুজিত রেলি ও ধনু রেলি কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত রেলিকে মৃত ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর